হনূমান জয়ন্তীতে মরবি পেলো ১০৮ ফুটের হনুমান মূর্তি

গতকাল গুজরাটের মরবিতে হনুমান জয়ন্তী উপলক্ষ্যে ১০৮ ফুট উচ্চতার হনুমান মূর্তির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ।তিনি বলেন হনুমানের চার ধাম প্রকল্পের আওতায় আগামী দিনে পশ্চিমবঙ্গ এবং তামিল নাড়ুতে ।প্রথম শিমলা তে হনুমান ধামতৈরি করা হয় ,দ্বিতীয় হবে গুজরাটে তৃতীয় হনুমান মূর্তি তৈরি হবে তামিল নাড়ুর রামেশ্বরমে এবং চতুর্থ মূর্তি টি হবে পশ্চিমবঙ্গে তবে স্থান এখনো নির্ধারিত হয়নি ।