অপরাজিত ছবিটি ৩ কোটি টাকা ব্যবসা করার পথে

অপরাজিত ছবিটি মুক্তি পাওয়ার ১.৫ সপ্তাহের মধ্যেই ২.৫ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে বলে জানালেনপরিচালক ।তিনি বলেন দ্বিতীয় সপ্তাহ পেরোলে ছবির ব্যবসা পৌঁছে যাবে ৩ কোটি টাকা তে ।ছবিটির প্রযোজক হচ্ছেন ফিরদৌস হাসান ।পশ্চিমবঙ্গ ছাড়াও দেশের ৮ টি রাজ্যের ১৭ টি হলে ছবিটি চলছে ।আগামী ২৬ সে মে সংযুক্ত আরব আমিরশাহী (৮টি হলে) ও ২৭ সে অস্ট্রেলিয়ার (৬-৭) টি হলে ।