পরিচালক অরিন্দম শীল বোমক্যেশ বকশী শবর এবং মিতিন মাসি ,বইগুলি সফল ভাবে পরিচালনা করেছিলেন ।এই বার জি ফাইভের ওয়েবসিরিজে সাবাশ ফেলুদা শ্যুটিং শুরু করলেন ,সত্যজিৎ রায়ের গ্যাংটকে গন্ডগোল অবলম্বনে ।তার এই সিরিজে ফেলুদার চরিত্রে আছেন পরমব্রত ,এই ছাড়া তোপসের চরিত্রে আছে ঋতব্রত মুখ্যোপাধ্যায় ,এই ছাড়াও আছেন রুদ্রানীল ঘোষ ,রজতাভ দত্ত ,ঋত্বিক এবং অরিন্দম নিজেও অভিনয় করেছেন ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...