বাহুবলি করে দক্ষিণী ষ্টার প্রভাস সারা ভারত জুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলো,তার পরের ছবি শাহ ঝড়ের গতিতে ভাইরাল হয় ।তার পরে তার রাধেশ্যাম ছবিতে বক্স অফিসে ফ্লপ হয়েছিল ,তার পরে অনেক যত্ন করে তৈরি করা হয় আদিপুরুষ ছবিটি ।তার পারিশ্রমিক বেড়ে হয়েছিল ১০০ কোটি টাকা ,কিন্তু খবর ছবি রিলিজ করার পঞ্চম দিনে পকেটে এসেছে মাত্র ১০ কোটি টাকা ।সোনা যাচ্ছে প্রভাষ ইটালিতে তার বাড়ি মাসে ৪০ লক্ষ্য তে ভাড়া দিচ্ছেন ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...