স্থগিত হয়ে গেলো পুষ্পা ২ দি রুলের মুক্তি ।আগামী অগস্টে মুক্তি পাওয়ার কথা ছিল অল্লু অর্জুনের পুষ্পা ২ ছবিটির মুক্তি ।সূত্রের খবর স্থগিত থাকবে এই ছবিটির মুক্তি,এই ছবির শুটিং য়ের কিছু অংশ এখনই বাকি,জানা যাচ্ছে এই ছবির এডিটর কার্তিক শ্রীনিবাস হটাৎ করে এই প্রজেক্ট থেকে বেরিয়ে গিয়েছেন ছবি নিয়ে খুশি নন পরিচালক সুকুমার ,জানা যাচ্ছে কিছু অংশ তিনি রি শুট করবেন,তবে ছবি নির্মাতার বলেছেন সবটাই আগামী ১৫ অগাস্ট মুক্তি পাবে পুষ্পা ২।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...