আজ ইস্টবেঙ্গল দল প্রিমিয়ার লিগে মুখোমুখি হচ্ছে কালীঘাট স্পোর্টস লাভার এসোসিয়েশনের বিরুদ্ধে । জয়ের জন্য কোচ এই দিন জুনিয়র দের সঙ্গে সিনিয়র দলের দেবজিৎ ,সৌভিক ও লাল রিন্ডিকা কে অনুশীলন করান ।কোচ বলেন সুপার সিক্সে পৌঁছানোর লক্ষে আমাদের বাকি ম্যাচ গুলি প্রত্যেক টি জিততে হবে ।