সুজির পায়েস

উপকরনঃ   সুজি,  দুধ , চিনি , কিসমিস  ও  ছোট  এলাচ  গুঁড়ো ।

প্রনালীঃ   শুকনো  কড়াতে   সুজি  হাল্কা   লালচে  করে  ভেজে  রাখুন।  দুধ  ঘন  করতে  বসিয়ে  দিন ।  আর্ধেক  ঘন  হলে  চিনি  দিয়ে  আরও  কিছুটা  ঘন  করুন।  তার  পর  যা  সুজি  দিন।  সুজি  দেবার  পর  বেশী   ক্ষণ   ফোটাবেন না। আল্প  সময়  ফুটিয়ে  নামিয়ে  নিন।  কিসমিস  ও  এলাচ  গুঁড়ো  দিয়ে  ঢেকে  রাখুন,  ঠান্ডা  হলে  পরিবেশন  করুন ।