উপকরনঃ ১ কেজি চিংড়ি মাছ , টমোটো সস ২ চামচ , আর্জিনা মোটা ১ চামচ, চিলি সস ৪ চামচ , এরারুট বা কর্নফ্লাওয়ার ১ কাপ, ভিনিগার ১ চা চামচ , নুন প্রয়োজন মত । প্রনালীঃ প্রথমে চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে সেদ্ধ করুন । তারপর সসের মধ্যে উপরের এপিকরন গুলি মিশিয়ে নিয়ে আচে বসিয়ে নাড়তে থাকুন । ঘন হয়ে গেলে তার মধ্যে চিংড়ি মাছ সেদ্ধ জল মেশান। এবার একটা পাত্রে সব মিশ্রনের সঙ্গে সেদ্ধ চিংড়ি মাছ দিয়ে জল দিতে ঢেকে দিন । ইটা ফুটে ঘন হয়ে এলে আর্জিনা মোটা মিশিয়ে খেতে দিন ।
রাজ্য
প্রাথমিকে পাশ ফেল নয় বার্তা মমতার
সাম্প্রতিক প্রাথমিক স্কুলে পরীক্ষা পদ্ধতি আমূল বদলে দিয়ে ক্রেডিট বেসড সেমিস্টার সিস্টেম চালুর সিদ্ধান্ত নিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ ।জানানো হয়েছিল চলতি বর্ষ থেকেই প্রাথমিকের...