উপকরনঃ ডিম ৪ টি , মাংসের কিমা ৪০০ গ্রাম, ভাল ঘি প্রয়োজন মত । প্রনালীঃ ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে সাবধানে কুসুমগুলি বার করে নিন। চাপের মসলা দিয়ে পুর তৈয়ারী করে নিন। ওতে ডিমের কুসুম দিয়ে চটকে, ডিমের খোলের মধ্যে তা ভরে ময়দা দিয়ে জুড়ে নিন। ডেকচিতে ঘি গরম করে ডিম দিয়ে সাবধানে নেড়ে চেড়ে দিন। বাদামী রঙ হলে নামিয়ে নিন।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...