দইয়ের কচুরি

উপকরণ  : দই ,ছোলার  ডাল ,গরম মশলা ,নূন,চিনি,ঘি  পরিমান মত । প্রণালী  :অল্প তেলে  অথবা ঘি দিয়ে  ছোলার  ডাল ভেঁজে  নিয়ে জলে সেদ্ধ  করে জল ঝরিয়ে অল্প বেটে  নিন । কড়াইয়ের মধ্যে ডাল  বাটা ,দই ,গরম  মশলা ,নূন ,চিনি  মিশিয়ে একটু কড়াইতে  নেড়ে নেবেন । ময়দাতে  ঘি এবং অল্প নুনের  মোয়াম  দিয়ে  মেখে লেচি তৈরী করুন ।তার  মধ্যে  ছোলার  ডালের  পুর দিয়ে লুচি বেলুন ,ভেজে টোম্যাটো  সস  দিয়ে পরিবেশন করুন ।