পাও পিজ্জা

উপকরণ  :  পাঁচটি  পিজ্জা  ব্রেড,প্রয়োজন মত  টোম্যাটো ,ক্যাপসিকাম  কুঁচানো ,চিজ ,লঙ্কার  গুঁড়ো ,টোম্যাটো ,সাদা তেল এবং চিনি । প্রণালী: টম্যাটোর  খোঁসা  ছাড়িয়ে বাটিতে  রেখে কড়াইয়ের  মধ্যে  রেখে অল্প তেল দিয়ে নেড়ে  নিন । জলের  ভাগ শুকালে আঠালো  ভাব আসবে এই অবস্থায় নামিয়ে নিন । একটা  বড়  জায়গায় পিজ্জা  রেখে তার উপর টম্যাটোর  মিশ্রণ  মোটা  করে লাগিয়ে ক্যাপসিকাম এবং চিজ  ছড়িয়ে পরিবেশন করুন ।