প্রধান মন্ত্রীর জীবন নিয়ে তৈরী হচ্ছে ওয়েব সিরিজ

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:বিবেক  ওবেরয়   অভিনীত  মোদীর   বায়োপিকের  সাথে  সাথেই  এপ্রিলে   আস্তে  চলেছে  তাকে  নিয়ে  তৈরী  ওয়েব  সিরিজ । এরোস  নাও  নিবেদিত  দশ  পর্বের  সিরিজ  ”  মোদী  জার্নি  অফ  এ  কমন   ম্যান ”  এর  ট্রেলার  প্রকাশিত  হয়েছে । বিভিন্ন  বয়সে  মোদীর   চরিত্র এ  অভিনয়  করবেন  ফয়সাল  খান,  মহেশ  ঠাকুর ও  আশীষ শর্মা ।  পরিচালক  হলেন  উমেশ  শুক্ল।