নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :আগামী ৩ রা এপ্রিল ( বুধবার ) ব্রিগেড প্যারেড গ্রাইন্ডে প্রধান মন্ত্রীর সভা উপলক্ষে ৯টি হ্যাঙ্গার লাগানো হবে। প্রয়োজনে এর সংখ্যা বাড়তে পারে। সভার দায়িত্ব প্রাপ্ত বিজেপী নেতা জয় প্রকাশ মজুমদার বলেন গত কাল এস পি জি , বিজেপী রাজ্য নেতৃত্ব, পুলিশ প্রশাসন ও পূর্ত দপ্তরের আধিকারিকদের সাথে বিগ্রেড প্যারেড গ্রাউন্ডে বসেই ৩ তারিখের সভা নিয়ে আলোচনা হয় । তিনটি মঞ্চ তৈয়ারী করা হবে । প্রথম মঞ্চটি তে থাকবেন প্রধান মন্ত্রী ও প্রার্থীরা দ্বিতীয়টিতে রাজ্য নেতৃত্ব, তৃতীয়টিতে জেলা নেতৃর্ত্ব ।