উপকরনঃ মটন ১ কেজি (বোন লেস ) পেঁয়াজ ১০০ গ্রাম , আদা ৪০ গ্রাম , রশুন ২০ গ্রাম , শুকনো লঙ্কা গুঁড়ো ২০ গ্রাম , পেঁপে ১০ গ্রাম, ছোট এলাচ ২ গ্রাম , দারচিনি ১ গ্রাম, জয়িত্রী ১ গ্রাম, কেওড়া জল ১ আউন্স , নুন আন্দাজ মতো । প্রনালীঃ পেঁয়াজ বেটে নিন। মটন, আদা , রশুন বাটা , পেঁপে , আন্দাজ মতো নুন , মিষ্টি , অতর মাখিয়ে পনেরো মিনিট রেখে দিন। এবার বাকি সব মশলা মাংসে দিয়ে ভালো করে মাখিয়ে নিন। ঘি গরম করে মাংসটা দিয়ে ভাজা ভাজা করে নিন।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...