উপকরনঃ মটন ১ কেজি (বোন লেস ) পেঁয়াজ ১০০ গ্রাম , আদা ৪০ গ্রাম , রশুন ২০ গ্রাম , শুকনো লঙ্কা গুঁড়ো ২০ গ্রাম , পেঁপে ১০ গ্রাম, ছোট এলাচ ২ গ্রাম , দারচিনি ১ গ্রাম, জয়িত্রী ১ গ্রাম, কেওড়া জল ১ আউন্স , নুন আন্দাজ মতো । প্রনালীঃ পেঁয়াজ বেটে নিন। মটন, আদা , রশুন বাটা , পেঁপে , আন্দাজ মতো নুন , মিষ্টি , অতর মাখিয়ে পনেরো মিনিট রেখে দিন। এবার বাকি সব মশলা মাংসে দিয়ে ভালো করে মাখিয়ে নিন। ঘি গরম করে মাংসটা দিয়ে ভাজা ভাজা করে নিন।
রাজ্য
নিয়োগ প্রক্রিয়া নিয়ে কড়া নগর উন্নয়ন ও পুর দফতর
রাজ্যের নিয়োগ দুর্নীতি আবহাওয়া বিতর্কের মধ্যে কলকাতা পুরসভা ,পুরনিগম ,নোটিফায়েড এরিয়া অথরিটি ,শিল্প নগর নিগম সহ স্থানীয় পুরপ্রশাসনের সব নিয়োগ "ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস...