খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক দিল্লিতে আসন্ন লোকসভা নির্ব্বাচনে আপ দলকে জোট গড়ার জন্য দুই দিন সময় দিল জাতীয় কংগ্রেস । এই বিষয় কথা বলতে এ আই সি সি দফতরে আসেন কংগ্রেস নেতা পি সি চাকো । তিনি বলেন রাহুল গান্ধী শুধু দিল্লিতেই নয় আপের সাথে কথা বলতে চান হরিয়ানা ও পাঞ্জাব নিয়েও । কংগ্রেস দিল্লিতে ৩ টি আসনে লড়ে বাকি ৪টা আসন আপকে ছেড়ে দিতে রাজী । তবে যা করতে হবে তা হল আপকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে তা জানাতে হবে কংগ্রেসকে।