উপকরনঃ ৮ কাপ নারকেল দুধ , ৫ কাপ গরুর দুধ , ৫০০ গ্রাম গুড় , ৫ কাপ আতপ চাল বাটা পরিমান মত ঘি , জল , দারু চিনি , আদা , জিরে গুঁড়ো , চিনি, কলাপাতা প্রয়োজন মত ।প্রনালীঃ চাল বাটার সঙ্গে জল মিশিয়ে পেস্ট করুন। তারপর ইও মিশ্রণটি কলাপাতার টুকরো দিয়ে বেঁধে নিন। বেশ কিছুক্ষন ধরে গরম করুন। কলাপাতা বের করে নিন। দুধ ফেটিয়ে চিনি গুড় মিশিয়ে ঘন করুন। কলাপাতা বাধা গুলি ঐ দুধে দিয়ে দিন। এর পর তার মধ্যে দারুচিনির গুরো, জিরে গুঁড়ো মেশান।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...