কংগ্রেসের সঙ্গে জোটের ইঙ্গিত

New Delhi: Delhi Chief Minister Arvind Kejriwal during a press conference on the last day of Odd-Even Scheme in New Delhi on Friday. PTI Photo by Vijay Verma (PTI1_15_2016_000218B)

খবর  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :গত কাল  দিল্লির  কনস্টিটিউশন  ক্লাবে  ইভি এম  মেশিনে  কারচুপি  নিয়ে  বৈঠক  করেছিলেন  দেশের   বিরোধী  দলের  নেতারা।  সেই  অনুষ্ঠানে  আপ  মুখ্যমন্ত্রী  কেজরিওয়াল   বলেন  ”  মোদি   ও  অমিত শাহর   হাত  থেকে  দেশকে  বাঁচাতে  তার  দল  সবরকম  সহযোগিতা  করতে   প্রস্তুত ”।  রাজনৈতিক  মহলের  মত  এই  কথার  মাধ্যমে    আপ  মুখ্যমন্ত্রী  কংগ্রেসের  সঙ্গে  জোটের  রাস্তা    খুলে  রাখার  ইঙ্গিত  দিলেন।