খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :কলকাতা পুরসভা ধাপার ”জয়হিন্দ জল প্রকল্প ” রক্ষণের জন্য প্রায় আট কোটি টাকা বরাদ্দ করতে চলেছে। আগেই মেয়র পরিষদের বৈঠকে এই নিয়ে সিদ্ধান্ত হয়েছিল , পুরসভার আগামী মাসিক অধিবেশনে প্রস্তাবটি পাশ হওয়ার কথা । উল্লেখ্য ২০০৯ সাল থেকেই জল প্রকল্প টি রক্ষনা বা এখনের জন্য ঠিকাদার সংস্থা নিযোগ করে এসেছে কলকাতা পুরসভা।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...