মুম্বাই পর্যন্ত চলবে অতিরিক্ত ট্রেন

খবর ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : দক্ষিণ  পূর্ব রেল সূত্রের  খবর আগামী গ্রীষ্মে  যাত্রী সংখ্যা মোকাবিলার জন্য শালিমার থেকে ছত্রপতি শিবাজী টার্মিনাস  পর্যন্ত ১১ জোড়া  বিশেষ ট্রেন চালানো হবে । সূত্রের খবর আগামী ২০ সে এপ্রিল  থেকে ১ লা  অগাস্ট পর্যন্ত এই পরিষেবা  চলবে , প্রতি  শনিবার  সকাল  ১১ টা  ৫ মিনিটে মুম্বাই  ছেড়ে  ট্রেন টি শালিমার  পৌঁছাবে  রবিবার রাত  ৯ টা  ৩০ মিনিটে ,ফিরতি পথে সোমবার  সকাল  ৬ টা  ১০ মিনিটে শালিমার থেকে ট্রেনটি  ছেড়ে  মুম্বাই পৌঁছাবে  মঙ্গলবার বিকাল ৪ টা  ৫ মিনিটে ।