উপকরনঃ হাড় ছাড়া মাংস ৪০০ গ্রাম, পালংশাক ২০০ গ্রাম, আদাবাটা, রসুন বাটা , ২০ গ্রাম, জিরে গুঁড়ো ১০ গ্রাম, ধনে গুঁড়ো ১০ গ্রাম , হলুদ গুঁড়ো ৫ গ্রাম , লঙ্কার গুঁড়ো ১০ গ্রাম সাদা তেল ১০০ গ্রাম , পেঁয়াজ ৪ টি , নুন ও চিনি স্বাদ মতো । প্রনালীঃ পেঁয়াজ কুচিয়ে নিন। কড়াই তে তেল গরম করে পেঁয়াজ কুচি ভাজুন। লাল হয়ে এলে সব মশলার গুঁড়ো ও মাংস দিন। বেশ করে কষান। সামান্য চিনি ও নুন দিন । মাংস নরম হয়ে এলে এতে শাক কুচিয়ে দিন। মিনিট ২৫ রান্না করুন। মাখা মাখা হয়ে এলে নামিয়ে পরিবেশন করুন।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...