উপকরণঃ ময়দা – ১ কাপ , মাখন ১/৩ কাপ , বেকিং পাউডার ১/৪ চা চামচ মুরগির ডিম্ – ২ টি , ভ্যানিলা এসেন্স – ১/২ চা চামচ , দুধ ইচ্ছা অনুসারে।প্রনালীঃ প্রথমে মাখন আর চিনি এক সঙ্গে ফেটিয়ে ক্রীম তৈরী করুন । তার পর ডিম্ ভেঙে ঐ করিমের সঙ্গে ঘেটে নিন। ময়দা ও বেকিং পাউডার মিশিয়ে ছেলে নিয়ে ঐ ডিম – করিমের মিশ্রনে ঢেলে দিয়ে দুধ দিয়ে ঘাটতে থাকুন। সমস্ত জিনিসটা যেন খুব পাতলা হয় যাতে কেকের ছাঁচে সহজে ঢালা চলে । এবার একটা কেকের কৌটানিয়ে মাখন মাখিয়ে তার আধখানা ঐ মিশ্রনে ভরে ফেলুন। ওভেনে চাপিয়ে ৩৭৫ ফারেন হাইট টেপে ২০ মিনিট বেক করুন। তারপর নামিয়ে পরিবেশন করুন।
Latest News
কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে আলোচনা তে গিক কর্মীদের সাফল্য
January 14, 2026
সূর্যবংশীর ব্যাটিং ব্যর্থতা তে ভারত হারলো ইংল্যান্ডের কাছে
January 13, 2026
২৮ তারিখ থেকে চলা বাজেট অধিবেশনে বাজেট পেশ হবে ১লা ফেব্রুয়ারী
January 13, 2026
মালেয়শিয়া ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছালেন সিন্ধু
January 9, 2026
নির্বাচন কমিশন তথ্যগত ভুল সংশোধনে চাপে
January 7, 2026
দুর্দান্ত ব্যাট করলেন বৈভব সূর্যবংশী
January 6, 2026








