খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:মঙ্গলবার রাতে ঘরের মাঠে জুভেন্টাস ও জেনোয়ার খেলা প্রথম অর্ধে গোল শূন্য ছিল। ৫০ মিনিটের মাথায় পাওলো দিবালা জুভেন্তাসের হয়ে প্রথম গোল করেন । ৫৬ মিনিটের মাথায় দূরপাল্লার শট গোল করেন রোনাল্ডো ।৭৩ মিটিতের মাথায় জুভেন্তাসের হয়ে তৃতীয় গোল করেন কোস্তা তা পরিষদ করেন ৭৬ মিনিটে আন্দ্রে। খেলার ফলাফলে জুভেন্তাস ৩-১ গোলে হারায় জেনোয়াকে । এর ফলে ইতালীয় লিগে ২৯ ম্যাচে ৭২ পয়েন্টে নিয়ে লীগ টেবিলে তারা শীর্ষে তালিকায় আছে।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...