রবীন্দ্ৰ নাথ ও রাখি বন্ধন উৎসব

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ১৯০৫ সালে  বঙ্গভঙ্গ  প্রতিরোধ করার জন্য কবিগুরু রবীন্দ্ৰ নাথ ঠাকুর ,রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন ,তিনি কলকাতা  ঢাকা  এবং সিলেট  থেকে হাজার হাজার হিন্দু ও মুসলিম  ভাই ও বোন কে আহবান  করেছিলেন একতার  প্রতীক হিসাবে রাখি বন্ধন উৎসব পালন করার জন্য ।১৯০০ শতকে  আমাদের বাংলা তে জাতীয়তাবাদী  আন্দোলন চরম পর্যায়ে ছিল যা ব্রিটিশ শাসকদের  কাছে ভয়ের বিষয় ছিল । ১৯০৫ সালের  জুন মাসে লর্ড কার্জন বঙ্গ ভঙ্গের সিদ্ধান্ত নেন  এবং ওই সালের অগাস্ট মাসে বঙ্গ  ভঙ্গের  জন্য  আইন পাশ  করা হয় ।১৯০৫ সালের শ্রাবন মাসে  হিন্দু এবং মুসলিম ভাইবোনদের  মধ্যে ভাতৃত্ব বোধ  জাগিয়ে তুলতে  এবং ব্রিটিশদের বিরুদ্ধে  প্রতিরোধ  গড়ে  তুলতে রবীন্দ্র নাথ ঠাকুর এই রাখি বন্ধন উৎসব চালু করেছিল ।