উলুবেরিয়া বিধান সভা উপনির্বাচন

খবর  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :গত  কাল  রাজ্য  বিজেপী   উলুবেড়িয়া   বিধান  সভা  উপনির্বাচনে  প্রার্থীর  নাম  ঘোষণা  করল।   আগামী  ৬ই মে   লোকসভা  নির্বাচনের  সঙ্গে  একই  সঙ্গে  সভা  বিধান  সভা  উপনির্বাচন  এর  ।   বিজেপী   প্রার্থীর  নাম  হল  প্ৰত্যুষ   কুমার  মন্ডল ।  অন্যদিকে  তৃণমূলের  প্রার্থী  হলেন  বসিরহাটের  প্রাক্তন  সংসদ  ইদ্রিশ  আলি।  উল্লেখ্য  তৃণমূলের  সদ্য  প্রয়াত বিধায়ক  হায়দার  আজিজ  সফির  মৃত্যুতে   আসনটি  খালি  হয়।