জামিনের বিরোধিতা

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :আগুস্টা চাপের  কাণ্ডে    অভিযুক্ত  প্রতিরক্ষা  দালাল  সুশেন  মোহন  গুপ্তের  জামিনের  আর্জি  নিয়ে  শুনানী   চলছিল  দিল্লির  বিশেষ  আদালতে  ।  সুশেনের   আইনজীবী  তার  জামিনের  আবেদন   করতে  গিয়ে  বলেন  তার  মক্কেলের  সামাজিক  শিকর  অনেক  গভীরে  ,  জামিন  পেলে  ও পালাবেন  না ।  ইডির  আইন  জীবি   তার  বিরোধিতা  করে  বলেন  বিজয়  মাল্য  ,  নীরব  মোদি ,  মেহুল  চোকসি ,  ললিত  মোদিদের   ও  শিকড়  আরো  অনেক  গভীর  এ  ছিল  তবু  ও  তারা  বিদেশে  পালিয়েছে  ।  আগামী  ২০  শে   এপ্রিল  পরে   শুনানি  তারিখ ।