পুলিশের গাড়ীতে ধাক্কা – জখম চার জন

খবর  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  : শনিবার  রাট  তিনটে  নাগাদ  কলকাতা  পুলিশের  হাই  রোড  ফ্লাইং  স্কোয়াডের   একটি   জীপ   দাঁড়িয়ে দিল   ঠাকুর  পুকুর থানায়    বেহালা চৌরাস্তার  নিকট ।   ঠিক সেই  সময়  জীপটিকে   পিছন  থেকে  ধাক্কা   মারে  অন্য  একটি  গাড়ী ,   আহত হয়  চার  পুলিশ  কর্মী শহ  অন্য   গাড়ির  চালক ও  খালাসী ।  পরে  তাদের  বিদ্যাসাগর  হাসপাতালে  ভর্তি  করা  হয়।  পরে  ঐ   গাড়ির  চালককে  গ্রেপ্তার  করা  হয়েছে।  জানা  যায়  চালক  ঘুমিয়ে  পড়ায়   ঐ   দুর্ঘটনা ।