বুস্টারের সিদ্ধান্ত হয় নি

করোনার টিকা নেওয়ার পর প্রায় ৯ মাস রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে। তার পরেই বুস্টার ডোজ নেওয়া  প্রয়োজন বলে স্বাস্থ্য মন্ত্রকের একটি অংশ  মনে করেন। কিন্তু সরকার এ ব্যাপারে  কোন সিদ্ধান্ত গ্রহণ করে নি। এখন সরকার চাইছে সকলকে দুটি করে ডোজ দিতে। শিশুদের  টিকা ও বুস্টার নিয়ে এখনো সরকার কোন সিদ্ধান্ত নেয় নি। বিশ্বের বহু দেশে বুস্টার ডোজ চালু হয়েছে।  তাই সিরাম বুস্টার ডোজের অনুমতি চেয়েছিল। তাদের  পরিসংখ্যান জমা করতে   বলা হয়েছে ।