ভয় পাবেন না !!জন ঘনত্ব অনুযায়ী ও করোনা আক্রান্তের মৃত্যুর হারের নিরিখে ভারত কিন্তু অনেক এগিয়ে আছে

মার্কিন যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয় করোনা ভাইরাস রিসোর্স সেন্টার দ্বারা আয়োজিত, বিগত ১০ মে ২০২১ সারা বিশ্বব্যাপী করোনা কেস এবং তার দ্বারা মৃত্যুর হার নিয়ে একটি তুল্যমূল্য বিশ্লেষণ হয় । তাতে দেখা যাচ্ছে বেলজিয়ামে কন্ফার্ম কেস ১০,১৬,৬০৯ মৃত্যু হয়েছে -২৪,৫৫১ ফাটালিটি রেট ২.৪০% এবং প্রতি লাখে মৃত্যুর হার -২১৪ জন । যুক্তরাষ্ট্রে কনফার্ম কেস -৪৪,৫০,৫৭৮মৃত্যু -১২৭,৮৬৫ ফাটালিটি রেট -২.৯০% প্রতি লাখে মৃত্যুর হার -১৯১।ইটালি কন্ফার্ম কেস-৪১১,২১০ মৃত্যু হয়েছে -১২২,৮৩৩ফাটালিটি রেট -৩.০০% প্রতি লাখে মৃত্যুর হার -১৯১ জন ।যুক্তরাষ্ট্রে কন্ফার্ম কেস -৩২৭,০৭,৭৫০ মৃত্যু হয়েছে -৫৮১,৭৫৪ ফ্যাটালিটি রেট -১.৮০% প্রতিলাখে মৃত্যুর হার -১৭৭। ভারত বর্ষে কন্ফার্ম কেস -২২৬,৬২,৫৭৫ মৃত্যুহয়েছে-২৪৬,১১৬ ফ্যাটালিটি রেট -১.১৮%,প্রতি লাখে মৃত্যুর হার-১৮.০১। এই ছাড়াও যদি ইউরোপিয়ান দেশগুলির দিকে তাকাই তাহলে ফ্রান্সে কন্ফার্ম কেস ৫৮,৩৮,২৯৫ মৃত্যু -১০৬,৫৫৩ ফাটালিটি রেট -১.৮০% প্রতিলাখে মৃত্যুর হার -১৫৯। সুইডেনের দিকে তাকালে দেখা যাবে কন্ফার্ম কেস ১০,০৭,৭৯২ মৃত্যু হয়েছে -১৪,৭৯৩ ফাটালিটি রেট -১.৪০% প্রতিলাখে মৃত্যুর হার -১৩৮। সুইজারল্যান্ডে দিকে তাকালে দেখা যাবে কন্ফার্ম কেস ৬৭০,৬৭৩ মৃত্যু -১০,৭০৬ ফাটালিটি রেট -১.৬০% প্রতিলাখে মৃত্যুর হার -১২৫। একই ভাবে জার্মানি এবং অস্ট্রিয়ার তথ্য দেখলে বোঝা যাবে কন্ফার্ম কেস ৩৫,৩০,৮৮৭ মৃত্যু -৮৪,৮৪৪ ফাটালিটি রেট -২.৪০% প্রতিলাখে মৃত্যুর হার -১০২ এবং কন্ফার্ম কেস ৬৩১,০৭৬ মৃত্যু -১০,৩৮২ ফাটালিটি রেট -১.৬০% প্রতিলাখে মৃত্যুর হার -১১৭ ক্রমানুসারে । উপরিউক্ত তালিকা থেকে বোঝা যাচ্ছে যে করোনা তে সর্বাধিক ক্ষতিগ্রস্থ দেশ গুলিতে মৃত্যুর বরণের হারের অনুসারে ভারত অনেক নিচে আছে । আসুন এই ছাড়াও দেখে নেওয়া যাক বিশ্ব ব্যাপী করোনা কেস এবং দেশ প্রতি মৃত্যুর হার ।

দেশ টোটাল পজিটিভ  কেস মৃত্যু কেস  ফাটালিটি  রেট % প্রতি লাখে জনপ্রতিমৃত্যু
হাঙ্গারি ৭,৯৫,২০০ ২৮,৯৭০ ৩.৬ ২৯৬.৫২
চেক প্রজাতন্ত্র ১৬৪,৯৯,৪৭ ২৯৮২৫ ১.৮ ২৭৯.৫৩
বসনিয়া  ও হার্জগোভিনিয়া ২,০২,০০৩ ৮৯৫৮ ৮.৮ ২৭১.৩৭
স্লোভাকিয়া ৩,৮৬,৮৬৮ ১২১৩৫ ৩.১ ২২২.৪৯
বুলগেরিয়া ৪,১৩,৩২০ ১৭৯৮৪ ৪.২ ২৪৬.৪৮
স্লোভেনিয়া ২,৪৮,০৪৬ ৪৩০৮ ১.৭ ২০৬.৩৩
পেরু ১৮,৬৫ ,৬৩৯ ৬৪,৮৯৮ ৩.৫০% ৯৯.৬২
ক্রোয়েশিয়া ৩,৪৮,১৫৮ ৭৬২৩ ২.২ ১৮৭.৪১
ব্রাজিল ১,৫৪,৩৩,৯৮৯ ৪,৩০,৪১৭ ২.৮০% ২০৩.৯৪
পর্তুগাল ৮,৪০,৯২৯ ১৬,৯৯৯ ২.০০% ১৬৫.৫৩