খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : রাজস্থানের যোধপুরে থাকা পাকিস্তান থেকে আশা হিন্দু শরণার্থী রা মন খুলে সংশোধিত বিলের সমর্থনে উল্লাসে মাতলেন । নাগরিকত্ব না থাকার কারণে তারা সাধারণ কোনো সুযোগ সুবিধা পেতেন না । এই শরণার্থীদের মধ্যে ৭০-৮০% লোক তফসিলি জাতি অথবা উপজাতি ভুক্ত ,এই আইন পাশ হওয়াতে এদের জীবনে নতুন আলো জ্বললো এরা গতকাল এই বিলের সমর্থনে জয়সালমীরে পদযাত্রা করেন ।