স্টিমাছ সারা রাত ধরে ছক কষেছে আফগানিস্তানের বিরুদ্ধে জয়ের বিরুদ্ধে

ভারতের কোচ ইগর স্টিমাছ টিম হোটেলে ফিরেই প্রস্তুতি শুরু করে দেন ,জানা গিয়েছে সারা রাত তিনি
ঘুমোননি ব্যস্ত ছিলেন আফগানিস্তানের বিরুদ্ধে রণনীতি তৈরি করতে ।তিনি বলেন সুনীলের উপর ভরসা আমাদের কমাতে হবে পাশাপাশিঅন্য খেলোয়াড়দের ও দায়িত্ব নিতে হবে ।তিনি বলেন কোলাসো মনবীর ,সাহাল আব্দুল সামাদ ও উদান্ত সিংহ কে গোল মধ্যে থাকতে হবে ।