আমের ক্ষির

উপকরণ  : ১/২ লিটার  দুধ ,পরিমান  মত  চিনি ,একটি বড়  মিষ্টি আম,কলা  ,সন্দেশ ,লেবুর  রস  এবং গোলাপ  জল । প্রণালী  :দুধের  থেকে ঘন  ক্ষির  বের  করে নেবেন । লক্ষ্য  রাখতে হবে যেন  স্বর না বসে যায় । অন্যদিকে  আমের শ্বাস  ছাকনি তে ছেকে  নেবেন  আঁশ  রাখবেন না । এই বার দুধের সাথে আমের  রস  মিশিয়ে অন্য কোনো পাত্রে ঢেলে  পাতলা  করে সাজিয়ে নেবেন ।এর পরে বাটিতে  সন্দেশ দিয়ে সাজিয়ে পরিবেশন করবেন ।