উপকরণ : ২৫০ গ্রাম চাল,অড়হর ডাল এবং পরিমান মত নূন ,প্রণালী : চাল এবং ডাল একসঙ্গে ভিজিয়ে মিহি করে বেটে ,তাতে নূন দিয়ে প্রায় ১৫ ঘন্টার মতো রেখে ওই মিশ্রণ ইডলি বাটিতে ঢেলে ১৫ মিনিট প্রেসার কুকারে স্টিমে রেখে দিন । ইডলি বাটি থেকে সহজে বের করে নেয়ার জন্য পাত্রে আগে মসলিন কাপড় ঢেকে দেবেন । গরম সাম্বার ডাল এবং নারকেল চাটনি দিয়ে পরিবেশন করুন ।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...