উপকরনঃ ইলিশ মাছ ৫০০ গ্রাম , পেঁয়াজ বাটা ২টি ,আদা বাটা ১ চা চামচ , পাতিলেবু রস ১ টেবিল চামচ , ছোট এলাচ ৬ টি , ঘি ও সর্ষের তেল একসঙ্গে ৩ টেবিল চামচ , নারকেলের দুধ ১ কাপ ও নুন স্বাদ মত।প্রনালীঃ কড়াইতে তেল ও ঘি গরম হলে এলাচ থেঁতো করে ফোড়ন দিন। এতেই পেঁয়াজ বাটা দিয়ে লাল করে ভেজে আদা বাটা , নারকেলের দুধ , নুন ও কাঁচা মাছ ছাড়ুন। মাছ সেদ্ধ হলে লেবুর রস দিয়ে নামান ।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...