উপকরনঃ ইলিশ মাছ ৫০০ গ্রাম , পেঁয়াজ বাটা ২টি ,আদা বাটা ১ চা চামচ , পাতিলেবু রস ১ টেবিল চামচ , ছোট এলাচ ৬ টি , ঘি ও সর্ষের তেল একসঙ্গে ৩ টেবিল চামচ , নারকেলের দুধ ১ কাপ ও নুন স্বাদ মত।প্রনালীঃ কড়াইতে তেল ও ঘি গরম হলে এলাচ থেঁতো করে ফোড়ন দিন। এতেই পেঁয়াজ বাটা দিয়ে লাল করে ভেজে আদা বাটা , নারকেলের দুধ , নুন ও কাঁচা মাছ ছাড়ুন। মাছ সেদ্ধ হলে লেবুর রস দিয়ে নামান ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...