উপকরণ : কাঁচা আম , শুকনো লঙ্কা ও চিনি । প্রণালী :আমের খোসা ও আঁটি বাদ দিয়ে কেটে চুনের জলে কিছুক্ষন ভিজিয়ে রেখে সম্পূর্ণ ভাবে একে কষ মুক্ত করুন । তারপরে অল্প সিদ্ধ করে নামিয়ে অল্প আঁচে সেদ্ধ করে পরিমান মত চিনির রস তৈরী করে তার মধ্যে সেদ্ধ আম দিয়ে দিন । তারপর নাড়তে নাড়তে কাইয়ের মত হয়ে গেলেনামিয়ে কাঁচের জারে রেখে দেবেন । নিয়ম করে রোদে দিলে অনেকদিন ভালো থাকবে ।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...