উপকরণ : কাঁচা আম , শুকনো লঙ্কা ও চিনি । প্রণালী :আমের খোসা ও আঁটি বাদ দিয়ে কেটে চুনের জলে কিছুক্ষন ভিজিয়ে রেখে সম্পূর্ণ ভাবে একে কষ মুক্ত করুন । তারপরে অল্প সিদ্ধ করে নামিয়ে অল্প আঁচে সেদ্ধ করে পরিমান মত চিনির রস তৈরী করে তার মধ্যে সেদ্ধ আম দিয়ে দিন । তারপর নাড়তে নাড়তে কাইয়ের মত হয়ে গেলেনামিয়ে কাঁচের জারে রেখে দেবেন । নিয়ম করে রোদে দিলে অনেকদিন ভালো থাকবে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...