উপকরণ : ৬ পিস্ (৫০ গ্রাম চিংড়ি ) ছাড়ানো পরিষ্কার করা, ৫০ গ্রাম করে ধোনে এবং পুদিনা পাতা । আদা ২৫ গ্রাম , রসুন ১০ গ্রাম দুটি কাঁচা লঙ্কা ব্যাটা অর্ধেক লেবু ,কারিপাতা ৪-৫ টা একটা নারকেলের ৪ ভাগের ১ ভাগ কোড়ানো । ১ টি শুখনো লঙ্কা , আন্দাজ মত নূন , ৫০ মিলিলিটার নারকেলের দুধ ।প্রণালী :রান্না করার সময় প্রথম পাত্রে তেল দিন এবং গরম করুন । গরম তেলে চিংড়ি ম্যাচ দিয়ে আসতে আসতে নাড়তে থাকুন বাদামি রং ১না হওয়া পর্যন্ত ।তার পরে কারিপাতা , করানো নারকেল ,শুকনো লঙ্কা দিয়ে নাড়ুন । এর পর পাত্রে সব ব্যাটা গুলি দিয়ে দিন ,নূন দিন আন্দাজ মত ,নামাবার আগে নারকেলের দুধ মেশান ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...