উপকরনঃ মুরগি ১ কেজি , দই ২৫০ গ্রাম , পেঁয়াজ বাটা ২ টি , রসুন বাটা ২ চামচ , কাজু বাটা ২ টেবিল চামচ , পোস্ত বাটা , ১টেবিল চামচ , ভূট্টা বাটা ১ কাপ , মাখন ১৫০ গ্রাম , ধনে পাতা কুচি ৩ টেবিল চামচ , নুন ও মিষ্টি স্বাদ মত। প্রনালীঃ ভূট্টা ছাড়িয়ে অল্প জল দিয়ে সেদ্ধ করে বেটে নিন। মাংসে (মাখন ও ধনেশনে পাতা ছাড়া) সব মশলা দিয়ে ম্যারেনেট করে ৬ থেকে ৭ ঘন্টা রাখুন । কড়াইতে মাখন গরম করে মাংস ভাজতে থাকুন । মাংস কষা হলে অল্প জল দেবেন। নুন ও মিষ্টি দিন। মাংস সেদ্ধ হলে মশলা মাখানো হয়ে গেলে নামিয়ে নিন। ধনে পাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...