উপকরণ :চারটি করে ডিম এবং কাঁচা লঙ্কা ,দুই কাপ করে চালের গুঁড়ো এবং পেঁয়াজ কুঁচানো । সামান্য ধনেপাতা ,হলুদ ,প্রয়োজন মত তেল ,নূন ও এক চামচ বেকিং পাউডার । প্রণালী : প্রথমে ডিম গুলি ফেটিয়ে তার ভিতর পেঁয়াজ কুঁচি ,টমেটোর কুঁচি ,চালের গুঁড়ো ,ধনেপাতা,হলুদ গুঁড়ো ,বেকিং পাউডার এবং নূন মিশিয়ে নিন এর পর করা তে তেল দিয়ে তা ভেঁজে লাল করে পরিবেশন করুন ।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...