তালের মালপোয়া

উপকরণঃ  ১.১/২  কাপ  তালের  ক্কাথ । পরিমান  মত  দুধ  ,  ক্ষোয়াক্ষীর ,  ময়দা ,  মৌরী  ,  এলাচ ,  সুজি ,  চিনি  ও  সাদা  তেল । প্রনালীঃ একটি  পাত্রে  তালের  ক্কাথ  দিয়ে  তাতে  দুধ ,  সুজি ,  ক্ষোয়াক্ষীর   গুঁড়ো  ময়দা  থেঁতো  করা  এলাচ  সব  একসাথে  ভাল  করে  মিশিয়ে  কড়াতে   তেল  গরম  করে  এই  মিশ্রণ  আল্প  আল্প   দিয়ে  ;লাল  করে  ভাজুন । পরে  রসে  ডুবিয়ে  পরিবেশন  করুন।