উপকরনঃ ৮ কাপ নারকেল দুধ , ৫ কাপ গরুর দুধ , ৫০০ গ্রাম গুড় , ৫ কাপ আতপ চাল বাটা পরিমান মত ঘি , জল , দারু চিনি , আদা , জিরে গুঁড়ো , চিনি, কলাপাতা প্রয়োজন মত ।প্রনালীঃ চাল বাটার সঙ্গে জল মিশিয়ে পেস্ট করুন। তারপর ইও মিশ্রণটি কলাপাতার টুকরো দিয়ে বেঁধে নিন। বেশ কিছুক্ষন ধরে গরম করুন। কলাপাতা বের করে নিন। দুধ ফেটিয়ে চিনি গুড় মিশিয়ে ঘন করুন। কলাপাতা বাধা গুলি ঐ দুধে দিয়ে দিন। এর পর তার মধ্যে দারুচিনির গুরো, জিরে গুঁড়ো মেশান।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...