উপকরনঃ আনারস ১ টা , টকদই ১ কাপ, পুদিনাপাতা ১০/১৫ টা , চাটমশলা ১ চামচ , বিটনুন অল্প ।প্রনালীঃ দই টা ফেটিয়ে নিয়ে এক গ্লাসের মাপে ঘোল তৈয়রী করুন। মিক্সিতে আনারসের টুকরো , দি এর ঘোল , পুদিনাপাতা দিয়ে খুব ভাল ভাবে ব্লেন্ড করুন। বিটনুন ও চ্যাট মশলা স্বাদ মতো দিন।পরিবেশনের আগে বরফের কিউব ও ২/৪ টা পুদিনা পাতা ছড়িয়ে দিন।