উপকরণ : মাংস ৫০০ গ্রাম ,পেঁয়াজ ২০০ গ্রাম ,রসুন ৪ কোঁয়া ,আদা -বাটা ১ টেবিল চামচ ,পরিমান মত হলুদ ,লঙ্কা , নূটুকরো ন ঘি এবং চিনি এক টেবিল চামচ করে টোম্যাটো ২৫০ গ্রাম অল্প পরিমান দই অথবা ভিনিগার ,তেজ পাতা ৪ টি , গরম মশলা অল্প । প্রণালী : মাংসের সাথে সব মশলা মিশিয়ে প্রেসার কুকারে বসিয়ে দিন ,জল দেবেন না । তিনটি বাঁশি বাজলে মাংশও তৈরী । হার ছাড়া চর্বি বালা মাংস ছোট ছোট টুকরো করে নিলে ভালো হয় । যারা আলু পছন্দ করেন কুকার ঠান্ডা হলে আলু এবং মশলা গুলো দিয়ে আবার কুকারে ভোরে একটা সিটি দেয়ার পরে নামিয়ে নিন ।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...