উপকরণ : ময়দার লেচি ৪ টা গোলমরিচ ১/২টেবিল চামচ কুচো চিংড়ি ৪০ গ্রাম ,আদা রসুন পেস্ট ১ টেবিল চামচ , আজিনামোটো ১চা চামচ , সাদা তেল ১চা চামচ লবন ১চা চামচ উস্টার সস ১চা চামচ ।প্রণালী চিংড়ি বেটে নিন এবার ধনে পাতা কুচি ,গোলমরিচ ,লবন , আজিনামোটো ,আদা রসুন পেস্ট চিংড়ির সঙ্গে মেখে নিন ময়দার লেচিকে বাটির আকার করে চিংড়ির পুর ভরে দেন ।সামান্য জল হাতে করে বলের আকার গড়ে ভাপে সেদ্ধ হতে দিন /মিনিট ২০ পর নামিয়ে গাজর কুচি ও পেঁয়াজের রিং দিয়ে সাজিয়ে পরিবেশন করুন ।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...