উপকরণ : রুই মাছ ,পেঁয়াজ কুঁচানো ,কাঁচা লঙ্কা কুঁচানো ,নূন ,চিনি ,মাখন ও মাস্টার্ড গুঁড়ো ,পাউরুটি । প্রণালী : মাছ সেদ্ধ করে নিয়ে কাটা বেছে নিন । ফ্রাইং পানে অল্প মাখন দিয়ে পেঁয়াজ ও লঙ্কা কুচি দিয়ে অল্প ভেঁজে , ওতে সেদ্ধ করা চটকানো মাছ দিয়ে তাতে নূন ও চিনি দিয়ে নাড়া চারা করে ভেঁজে পুর তৈরী করে নিন ,পাউরুটির শক্ত অংশ বাদ দিয়ে ওতে মাখন এবং মাস্টার্ড গুঁড়োর পেস্ট লাগিয়ে মাছের পুর ভরে কেটে নিন । গরম গরম পরিবেশন করুন ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...