উপকরণ : ৪৫০ গ্রাম ময়দা ,দুটি ফুলকোফি , ১৫০ গ্রাম আটা ,৫০ গ্রাম বাদাম ,পাঁচটি আলু ,হলুদ ,মৌরি ,নূন ,কাঁচা লঙ্কা পরিমানমত ,ময়েন ও ভাজার জন্য সর্ষের তেল । প্রণালী :আটা এবং ময়দা ,আলু ,নূন এবং তেল বা ঘি ময়ান দিয়ে ভালো করে মেশান ,বাদাম আলাদা করে ভেজে নিন । ফুলকোফি এবং আলু সেদ্ধ করে তার সাথে নূন ,লঙ্কা ,হলুদ ,মৌরি মিশিয়ে তার সঙ্গে বাদাম মিশিয়ে ভেঁজে নিন । আটা ও ময়দার মিশ্রণ মেখে , একটি লেচি তৈরী করে তার মধ্যে আলু -ফলকফির মিশ্রনের পুর রেখে আরেকটি লেচি চাপান ,তিনটি স্তর বেলে ভেঁজে পরিবেশন করুন ।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...