উপকরণ : একটি বাঁধা কফি ,৩০০ গ্রাম ময়দা ,সাদা তেল ,হলুদ গুঁড়ো ,আদা ব্যাটা ,গরম মশলার গুঁড়ো ,লঙ্কা ব্যাটা ,চিনি এবং নূন । বাঁধা কোফি ছোট করে কেটে অল্প জলে সেদ্ধ করে জল ঝরিয়ে তার মধ্যে আদা ব্যাটা ,হলুদ গুঁড়ো ,নূন ,চিনি ,লঙ্কা ব্যাটা দিয়ে নাড়াচাড়া করে পুর তৈরী করুন । ময়দা তে নূন ও মোয়াম মিশিয়ে ময়দা মাখুন । মাখা ময়দার লেচি করে তার মধ্যে বাঁধাকফির পুর দিয়ে লুচি বেলুন । এই লুচি গরম গরম পরিবেশন করুন ।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...