উপকরণ :মাংশের কিমা ৫০০ গ্রাম ,চর্বি ২৫০ গ্রাম ,মাখন ১ চা চামচ ,নূন ১/২ চা চামচ ,পেঁয়াজ ,আদা ,রসুন বাটা ২ ১/২ চা চামচ (সব মেশানো ),নূন স্বাদমত হলুদ প্রয়োজন মত ,জিরে ও চিনি ১/২ চা চামচ করে ,সর্ষের তেল ও শুকনো লঙ্কা ৮ টা । প্রণালী :কিমা সেদ্ধ করে চর্বি ,মাখন ,নূন দিয়ে খুব ভালো করে মাখুন ছোট ছোট বল তৈরী করে ,কড়াইতে তেল গরম করে ভাজুন ,বাকি তেলে জিরে চিনি ফোড়ন দিয়ে বাটা মশলা ,নূন,হলুদ ও লঙ্কা দিয়ে কষুন ,মিনিট পাঁচেক পরে ভাজা বল গুলি দিয়ে আরো ৫ মিনিট কোষে নিন ,সাবধানে কষবেন , যেন বল গুলি ভেঙে না যায় । আন্দাজ মত জল দিন ঝোল ঘন হয়ে গেলে নামিয়ে রাখুন ।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...