বাটন কেক

উপকরণঃ  চকলেট  ডিক্টরিয়া  স্যান্ড উইড   কেক -১ টি  ভ্যানিলা  বাটার  আইসিং  –  প্রয়োজন  অনুসারে। ক্যাডবেরী   বাটনস  চকলেট -১  প্যাকেট |প্রনালীঃ   একটি  ভিক্টরিয়া   চকলেট  স্যান্ডউইচ   কেক  প্রস্তুত   করে  শেষ  পর্যায়ে  কেকটি   ভ্যানিলা  বাটার  আইসিং  দিয়ে  জুড়ে  দেবার  পর  কেকের  ওপরেও প্রচুর  পরিমানে  ঐ   আইসিং  ছড়িয়ে  দিন। তারপর  একটি  কাটা  চামচের  কাটা  দিয়ে  কেকের  ওপরে  আচার  কাটবেন  দু  ধারে। এবার  প্যাকেট  খুলে  কেকের  মাথায়  ঐ   বাটন  চকলেট  সামান্য  হেলিয়ে  গেথে  দিন।