উপকরণঃ ময়দা – ১ কাপ , মাখন ১/৩ কাপ , বেকিং পাউডার ১/৪ চা চামচ মুরগির ডিম্ – ২ টি , ভ্যানিলা এসেন্স – ১/২ চা চামচ , দুধ ইচ্ছা অনুসারে।প্রনালীঃ প্রথমে মাখন আর চিনি এক সঙ্গে ফেটিয়ে ক্রীম তৈরী করুন । তার পর ডিম্ ভেঙে ঐ করিমের সঙ্গে ঘেটে নিন। ময়দা ও বেকিং পাউডার মিশিয়ে ছেলে নিয়ে ঐ ডিম – করিমের মিশ্রনে ঢেলে দিয়ে দুধ দিয়ে ঘাটতে থাকুন। সমস্ত জিনিসটা যেন খুব পাতলা হয় যাতে কেকের ছাঁচে সহজে ঢালা চলে । এবার একটা কেকের কৌটানিয়ে মাখন মাখিয়ে তার আধখানা ঐ মিশ্রনে ভরে ফেলুন। ওভেনে চাপিয়ে ৩৭৫ ফারেন হাইট টেপে ২০ মিনিট বেক করুন। তারপর নামিয়ে পরিবেশন করুন।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...