উপকরনঃ মটন ১ কেজি (বোন লেস ) পেঁয়াজ ১০০ গ্রাম , আদা ৪০ গ্রাম , রশুন ২০ গ্রাম , শুকনো লঙ্কা গুঁড়ো ২০ গ্রাম , পেঁপে ১০ গ্রাম, ছোট এলাচ ২ গ্রাম , দারচিনি ১ গ্রাম, জয়িত্রী ১ গ্রাম, কেওড়া জল ১ আউন্স , নুন আন্দাজ মতো । প্রনালীঃ পেঁয়াজ বেটে নিন। মটন, আদা , রশুন বাটা , পেঁপে , আন্দাজ মতো নুন , মিষ্টি , অতর মাখিয়ে পনেরো মিনিট রেখে দিন। এবার বাকি সব মশলা মাংসে দিয়ে ভালো করে মাখিয়ে নিন। ঘি গরম করে মাংসটা দিয়ে ভাজা ভাজা করে নিন।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...