উপকরণ : দুই কাপ চাল ,প্রয়োজন মত ডাল ও ঘি ,আলু ,তেঁতুল ,নূন ও লঙ্কার গুঁড়ো । প্রণালী : চাল ও ছোলা বেশ কিছুক্ষন ধরে ভিজিয়ে বাটুন ,নূন মেশান।ভাঁজার আগেও অল্প নূন মেশান । প্যানে ঘি মাখান ,তাতে চাল ও ছোলার মিশ্রণ ভেঁজে নিন ,ধোসার তরকারি সিদ্ধ করে তেঁতুল ,নূন ,লঙ্কার গুঁড়ো মিশিয়ে অল্প আঁচে মিনিট ৫ গরম করুন ,তারপর ধোসার উপর রেখে মুড়ে নিন ।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...